কুয়েট স্কুলের ২৫বছরপূর্তি রজত জয়ন্তি ও পূনর্মিলনী উৎসব কাল

0
427

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
কুয়েট ক্যাম্পাস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুলের ২৫ বছরপূর্তি রজত জয়ন্তি ও পূনর্মিলনী উৎসব ১৩ জানুয়ারী শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এ রজত জয়ন্তিতে অংশ নিচ্ছে। রজত জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় কম্পাস জুড়ে সেজেছে রং-বে-রং এর সাজে। স্কুল এবং পার্শবর্তি এলাকায় জুড়ে ব্যাপোক লাইটিং করা হয়েছে। আগত ডেলিগেট দের জন্য নির্মিত হচ্ছে বিশাল প্যান্ডেল এবং সু-সজ্জিত মঞ্চ। রজত জয়ন্তি ও পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর টি.এম. জাকির হোসেন, দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান খান নজরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শামসুর নাহার ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। রজত জয়ন্তি উৎযাপন কমিটির আহবায়ক রুমা খন্দকার মুন্নির জানান অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন এখন শুধুই মাহেন্দ্র খন দিনটির জন্য আমরা সকলে অপেক্ষা করছি।