কুয়েট স্কুলের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর

0
472

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
কুয়েট ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা বিষয়ক এসো মুক্তিযোদ্ধার গল্প শুনি আসর। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আসরের প্রধান ও মুখ্য আলোচক ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক মাওঃ আবুল হাসান, মোঃ মহিবুল্লাহ, খুরশীদা জাহান, হাবিবা আক্তার, রহিমা আক্তার সুমি, ফারহানা ইয়াসমিন, মোঃ আজহারুল ইসলাম, শ্রী দেব প্রসাদ মন্ডল, সামছুজ্জোহা সুমন, অর্মিত মল্লিক, মোঃ তালেবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের গল্প শোনেন এবং মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন প্রধান অতিথিকে।