কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে বিদেশী অধ্যাপকগণের সৌজন্য সাক্ষাৎ

0
309
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকার গ্রান্ড ভ্যালী স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর পরিচালক প্রফেসর ড. সাব্বির চৌধুরী, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনিক্যাল মালয়েশিয়া মিলাকা’র মেটালস্্ এন্ড ম্যাটেরিয়ালস এর প্রফেসর ড. কামরুল আহসান এবং প্রকৌশলী ড. মশিউর ভূঞা। সোমবার দুপুরে কুয়েট ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার সকালে প্রফেসর ড. সাব্বির চৌধুরী ও প্রফেসর ড. কামরুল আহসান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে “ইঞ্জিনিয়ারিং ক্রিয়েটিভিটি-আইডিয়েশন টু ম্যানুফ্যাক্চারিং” শীর্ষক কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।