কুয়েট ছাত্রের চুরি যাওয়া ল্যাপটপ খালিশপুর এলাকা থেকে উদ্ধারঃ আটক-১

0
407

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি :
কুয়েটের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র মারুফ আহমেদর চুরি যাওয়া ল্যাপটব ও মোবাইল পুলিশ খালিশপুর থানা এলাকা থেকে উদ্ধার করেছে। এই ঘটনায় ইমন(২০) নামের এক যুবককে পুলিশ আটক করেছে।
পুলিশ জানান, কুয়েটের ২য় বর্ষের ছাত্র মারুফ ক্যাম্পাসের বাহিরের খানাবাড়ী(কপোতাক্ষ) এলাকার শিকদার মঞ্জিলের ভাড়া থাকতো। গত ৮ মার্চ সকালে তার রুম থেকে ১টি দামী ল্যাবটপ ও একটি দামী মোবাইল চুরি হয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ১লক্ষ ৭৩ হাজার টাকা। বিষয়টি বাড়ীর মালিককে জানানো হলে বাড়িওয়ালা বাড়ীর গেটে লাগানো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখে লুঙ্গি, পাঞ্জাবী এবং টুপি পরা দুটি অপরিচিত ছেলে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। বিষয়টি থানায় অভিযোগ দিলে খানজাহান আলী থানার এস আই রোকনুজ্জামান ও আলী হোসেনের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স বুধবার ভোর াতে খালিশপুর থানাধীন আলমনগর রেললাইনের পাশের ইনতাজ আলীর বাড়ীর ভাড়াটিয়া ইউসুফ আলীর ছেলে ইমন(২০) এর ঘর থেকে চুরি যাওয়া মালামাল গুলি উদ্ধার করা হয়। আটককৃত ইমন বিজ্ঞ আদালতে স্বিকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন তার পাশের বাড়ীর দুলালের পুত্র গৌরব(২২) তাকে নিয়ে যায়। তাকে বাড়ীর গেটে দাড় করিয়ে গৌরব উপরে গিযে ল্যাপটপ ও মোবাইল নিয়ে তার বাড়ীতে রাখতে দেন। পুলিশ জানান, গৌরব পালাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।