কুয়েটে প্রথমবার হচ্ছে এডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট চ্যালেন্স প্রতিযোগিতা

0
370

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট) এর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগ দেশের সুনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয় গুলোকে নিয়ে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে জাতীয় পর্যায়ের বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা’ অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংক ম্যানেজমেন্ট চ্যালেন্স -২০১৮।
বিশ^বিদ্যালয়ের যন্দ্রকৌশল অনুষদের অধীনে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম)বিভাগটি ২০০৬ সালে যাত্রা শুরু করে। অল্পদিনেই বিভাগটি প্রকৌশল বিদ্যা, গবেষনা এবং ব্যবস্থাপনার সমন্বয়ে গড়ে তুলেছে সুদক্ষ নেতৃত্ব। একই সাথে ডিজিটাল বাংলাদেশের শিল্পায়নে রেখে চলেছে অপরিমিত অবদান। আর এরই ধারাবাহীকতায় আইইএম বিভাগ দেশের সুনাম ধন্য ৫৫টি পাবলিক বিশ^বিদ্যালয় এবং প্রাইভেট বিশ^বিদ্যালয়ের মেধাবীদের একত্রিত করে তাদের যোগ্যতাকে শানিত করার প্রায়াসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা” অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংক ম্যানেজমেন্ট চ্যালেন্স -২০১৮” আয়োজন করতে যাচ্ছে। আগামী ২ ফেব্রয়ারী কুয়েট নিউ স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সারাদেশের প্রথম সারীর পাবলিক ও প্রাইভেট বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। প্রতিযোগিতাটি হবে দলগত ভাবে এবং প্রতিটি দলে থাকবে ৩/৪জন প্রতিযোগি। প্রতিযোগীদের বাংলাদেশের পোশাক শিল্পের প্রেক্ষাপটে একটি বাস্তবভিত্তিক সমস্যা সমাধান করতে হবে। প্রতিযোগিতাটি ৪টি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে প্রতিযোগিদের তাদের প্রাথমিক ধারনাটি অনলাইনে ই-মেইল করতে হবে। সে গুলো যাচাই বাছাই শেষে শ্রেষ্ঠ দলগুলো পরবর্তী রাউন্ডে উর্ত্তীর্ণ হবে এবং আরো দুটি প্রধান রাউন্ড এবং একটি বোনাস রাউন্ডের হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্বাচিত হবেন বিজয়ী তিনটি দল। এদের মধ্যে বিজয়ী তিনটি দলের জন্য থাকছে ৯০ হাজার টাকার প্রাইজমানি।
#