কুয়েটে ‘জিওটেকনিক্যাল এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফর প্রাক্টিসিং সিভিল ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
152
কুয়েটে ‘জিওটেকনিক্যাল এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফর প্রাক্টিসিং সিভিল ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী পোষ্ট-কনফারেন্স (আইসিসিইএসডি ২০২২) জিওটেকনিক্যাল এন্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফর প্রাক্টিসিং সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রæয়ারি) প্যানেল ডিসকাশন, ক্লোজিং রিমার্ক ও ক্রেস্ট বিতরণ এর মধ্য দিয়ে এই ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে স্পিকার ছিলেন আখতার এম জামান (ভার্চুয়াল), সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, হিলকন লিমিটেড, কানাডা, প্রফেসর হাদি খাববাজ (ভার্চুয়াল), স্কুল অব সিভিল এন্ড এনভাইরনমেন্টল ইঞ্জিনিয়ারিং, ইউটিএস, সিডনী, অস্ট্রেলিয়া, ড. এএইচএম কামরুজ্জামান (ভার্চুয়াল), প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জিওটেকনিক্যাল, টিএফএনএসডিবিøউ, ইউটিএস, অস্ট্রেলিয়া, প্রফেসর ড. মোঃ মঞ্জুর হোসেন, ভাইস-চ্যান্সেলর, সেন্ট্রাল ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ঢাকা, রতন এম হুদা (ভার্চুয়াল), সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, নিউ ইয়ার্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন, ইউএসএ, মোঃ আলী আখতার হোসেন, এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার, রোড এন্ড ব্রিজ মেইনটেনেন্স ইউনিট, এলজিইডি, ঢাকা। ওয়ার্কশপে “আইসিসিইএসডি ২০২২” এর কনফারেন্স চেয়ার কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং কনফারেন্স অর্গানাইজিং সেক্রেটারী ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, ওয়ার্কশপের কো-অর্ডিনেটর ড. মিলন কান্তি হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।