কুয়েটের শিক্ষা সফরের বাস থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ : আটক ৪

0
923

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা সফরের দুটি বাসে তল¬াশি চালিয়ে প্রায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বাসের চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, কুয়েটের ৭০ জন শিক্ষক-শিক্ষার্থীসহ মিদুল ট্যুরস এর দুটি বাস ৪ জানুয়ারি রাঙ্গামাটি, সেন্টমার্টিন ও খাগড়াছড়িতে শিক্ষা সফরে যায়। সোমবার বাস দুটি খুলনায় ফিরে আসার কথা।
খুলনার ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজসে বাস দু’টির চালক ও হেলপার ইয়াবার চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড়ে দুটি বাসে তল¬াশি চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয় এবং বাস দু’টি জব্দ করা হয়েছে। পরে বাস থাকা শিক্ষক-শিক্ষার্থীদের গন্তব্যে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।#