কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

0
535

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫ম শ্রেণির ৫ জন, ৪র্থ শ্রেণির ৬ জন ও ৩য় শ্রেণির ৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১২০ জন শিক্ষার্থী এ নির্বাচনে ভোট প্রয়োগ করে। এর মধ্যে ৫ম শ্রেণির ইমরান হোসেন (প্রতিবন্ধি) ১০৯ ভোট, ফেজাউর রহমান ৭৩ ভোট, রাসেল রনি ৬১ ভোট, ৪র্থ শ্রেণির সেহবিন আহম্মেদ ৪৯ ভোট, মাসুমা খাতুন ৪১ ভোট এবং ৩য় শ্রেণির বৈশাখী খাতুন ৭৪ ভোট ও উমা মন্ডল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৫ টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলো ৫ম শ্রেণির ছাত্র নাহিদ হাসান। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলো আকাশ হোসেন ও সোনিয়া খাতুন। পোলিং অফিসারের দায়িত্বে ছিলো আহছান উল্লাহ, আরাফাত, রাফিয়া সুলতানা মৌ, সোনিয়া খাতুন ও রাজদ্বীপ রায়। নির্বাচনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে ৫ জন। এসময় স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।