কুল্যায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী

0
266

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যায় বিনাপরাধীদের মিথ্যা মামলার হাত থেকে রেহাই দিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রীজের মুখে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে কুল্যা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষকলীগের জাতীয় সম্মেলনের কাউন্সিলর মোজাম্মেল হকসহ অন্যরা বলেন, স¤প্রতি শ্বেতপুর তাহেরের দোকানের কাছে মহাজনপুরের রহমত আলির নেতৃত্বে ডলার চক্রের ছিনতাই ঘটনা নিয়ে দৈনিক সাতনদী পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। থানায় মামলা দায়ের (নং ১৯৪/২০) করা হয় এবং পুলিশ ছালাম ও জাহাঙ্গীর নামে দু’ আসামীকে গ্রেফতার করেন। কিন্তু একই দিন এসআই জাহাঙ্গীর জিআর ১৯৫/২০ পৃথক মামলা দায়ের করেন। যাতে ১৪ জনকে আসামী করা হয়। তাতে তাকেসহ (মোজাম্মেলকে), মাওলা গাজী ও রবিউল ইসলামকেও আসামীভুক্ত করা হয়েছে। ১৯৪/২০ নং মামলার বাদীর সাথে ০১৭২৪২৫০৭৩৮ (যা রহমত আলির) নং মোবাইল দিয়ে যোগাযোগ করে শ্বেতপুর এনে ঘটনা ঘটান হয়েছিল। অথচ নিরাপরাধ (মোজাম্মেলসহ) ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা করা হয়েছে। তারা নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।