কুল্যার চেয়ারম্যান প্রার্থী টিটুলের পূজা মন্ডপ পরিদর্শন

0
182

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল হক টিটুল ইউনিয়নের সকল দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার সন্ধ্যায় তিনি সফর সঙ্গীদের নিয়ে ইউনিয়নের ১১টি মন্ডপ পরিদর্শন করেন। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়াদুদ সরদারের ভ্রাতুষ্পুত্র আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক টিটুল পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্ডপের কমিটি, পুজারী ও দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি এড. জিয়াউর রহমান, প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম. ডাঃ আজমুল হক লিটু, সাবেক মেম্বার কাজল হোসেন মালী, সমাজসেবক আশরাফ উদ্দীন টোকা, বশির আহমেদ টুকু, তানভীর হোসেন রিপনসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারী ও স্ব স্ব পূজা মন্ডপের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।