কিংবদন্তী সাংবাদিক লিয়াকত আলী ছিলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন স্বপ্নদ্রষ্টা

0
808

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখা আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, আলহাজ্ব লিয়াকত আলী শুধু গুণী সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা।
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রেসক্লাবস্থ হুমায়ুন কবির বালু মিলনয়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সভাপতি বাপ্পী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বাংলাদেশ নৌ-পরিবহন মালিক গ্রæপের মহাসচিব এড. মো: সাইফুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, একে হিরু, আহমদ আলী খান, শেখ আবু হাসান, এসএম নজরুল ইসলাম, ফারুক আহমেদ, ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর রায়, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা, মো: সাহেব আলী, সাংবাদিক নেতা মো: আনিসুজ্জামান, মো: রাশিদুল ইসলাম, মল্লিক সুধাংশু, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নেয়ামুল হোসেন কচি, সিপিবির নগর সম্পাদক মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, পোল্ট্রি ও ফিস ফিস এসোসিয়েশনের বিভাগীয় সমন্বয়ক এসএম সোহরাব হোসেন, সুজন সম্পাদক এড. কুদরত-ই-খুদা, নারীনেত্রী শামীমা সুলতানা শীলু, নিসচার জেলা সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, ১৯ নম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, কাজী শামীম আহমেদ, ইয়াছির আরাফাত রুমি, মাহমুদ সোহেল, সৈয়দ তারিকুল ইসলাম, ক্যামেরাপার্সন শেখ মো: জুয়েল, আমিুর রহমান নিউটন, এসোসিয়েশনের সহ-সভাপতি কামরুল আহসান ও নাজমুল হক পাপ্পু, যুগ্ম সম্পাদক আর জি উজ্জল, মানজারুল ইসলাম, কোষাধ্যক্ষ এমএম মিন্টু, দপ্তর সম্পাদক সাগর সরকার, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল ও দেবব্রত রায়, ফটো সাংবাদিক সাদ্দাম হোসেন, কাজী শান্ত, আব্দুর রাজ্জাক, শান্ত ইসলাম, তুফান গাইন, মামুন হাওলাদার, এইচ ডি হেলাল, হাকীম মো: শাহআলম, আমিরুল ইসলাম, শেখ দিদারুল আলম বাবু প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা আরও বলেন আলহাজ্ব লিয়াকত আলী ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। সমাজের প্রতিটি স্তরে তার ছিলো অবাধ বিচরণ। স্বল্প সময়ের মধ্যে তিনি সকলকে আপন করে নিতেন। খুলনার উন্নয়নে আন্দোলন সংগ্রামে তার অবদান ছিলো অপরসীম।
স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব মসজিদের ইমাম হাফেজ