‘কালকে নির্বাচন হলেও অংশ নেবে বিএন‌পি’

0
398

টাইমস প্রতিবেদন :
আগামীকাল নির্বাচন হলে বিএন‌পি ওই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, সংবিধানে দলীয় অনুচ্ছেদ বসিয়েছে আওয়ামী লীগ। আমরা নির্বাচন চাই। সেক্ষেত্রে শুধুমাত্র আগাম নয়, আগামীকাল নির্বাচন হলে বিএন‌পি অংশ নিতে প্রস্তুত।
আসন্ন ঢাকা উত্তর সি‌টি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তি‌নি বলেন, আমরা এখনও দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেইনি। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় কী না- তা পর্যবেক্ষণ করতে আমরা প্র‌তি‌টি স্থানীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নি‌চ্ছি।
‌মি ফখরুল বলেন, কয়েক বছরে এক‌টি রাজনৈ‌তিক দল (আওয়ামী লীগ) নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার মা‌লিক বলে দা‌বি করে আসছে। কিন্তু তাদের হাতে দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে।
সম্প্র‌তি গ‌ঠিত রাজনৈ‌তিক জোট প্রসঙ্গে বিএন‌পির মহাসচিব বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক জোটকে স্বাগত জানাই। আশা কর‌ছি ওই জোট গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অ‌ধিকার প্র‌তিষ্ঠায় স‌ত্যিকার অর্থে কাজ করবে।
এ সময় মির্জা ফখরুল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী বিএন‌পির কর্মসূ‌চির ঘোষণা দেন।