কাদাকাটি হোলদেপোতা টু প্রতাপনগর সড়কের জরার্জীণ অবস্থা : দূর্ঘটনার শংকা

0
330

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা কাদাকাটি হোলদেপোতা টু প্রতাপনগর সড়কের জরার্জীণ অবস্থার কারণে চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। সড়কের বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হতে দেখা গেছে। এ সড়কটি উপজেলার দক্ষিণাঞ্চলের ব্যস্ততম সড়কের মধ্যে একটি। সড়কটি দিয়ে আশাশুনি উপজেলার কাদাকাটি, বড়দল, আনুলিয়া, খাজরা ও প্রতাপনগর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের জনসাধারণ চলাচল করে থাকে। জেলা ও উপজেলা সদরের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা গতিশীল করতে কয়েক বছর আগে সড়কটিতে পিচের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। উক্ত সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে রসালো মাটিতে কোন কোন স্থানে এক থেকে দুই ফুট করে সড়ক দেবে গেছে। ফলে এসকল জরার্জীণ সড়ক সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সরেজমিন গিয়ে দেখা গেছে, আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হোলদেপোতা টু তেঁতুলিয়া সড়কের কয়েকটি স্থানে, বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা টু আনুলিয়া সড়কের বামনডাঙ্গা সড়কের কয়েকটি স্থানে, খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার টু কাপসন্ডা সড়কের কয়েকটি স্থানে, চেউটিয়া টু আনুলিয়া ইউনিয়নের বিছট বাজার সড়কের কয়েকটি স্থানে এবং বিছন বাজার হতে প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার পর্যন্ত কয়েকটি স্থানে পিচ পাথর উঠে সড়কের মধ্যে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলো সড়কে চলাচলরত ছোট যানবাহনের জন্য মৃত্যুকোপে পরিণত হয়েছে। এছাড়া দীর্ঘ ৩৪ কিলোমিটার এ সড়কের একাধিক স্থানে এক থেকে দুই ফুট করে সড়ক দেবে গেছে। অন্যদিকে, প্রত্যন্ত অঞ্চলের এ সড়কে আইন প্রয়োগের ব্যবস্থা না থাকায় কোন বাঁধা ছাড়াই অতিরিক্ত ভারী যানবাহন ওভারলোড নিয়ে এ সড়কে হরহামাশায় চলাচল করছে। ফলে উক্ত এলজিইডি সড়ক ভারী যানবাহনের ওভারলোড নিতে না পেরে পিচ পাথর উঠে ইটের খোয়া বের হয়ে এসেছে। জরার্জীণ এ সড়কে সুচালো পাথরের কারণে ছোট-বড় যানবাহন নষ্ট হয়ে যানবাহন সড়কের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় প্রতিনিয়ত। এব্যাপারে আশাশুনি উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সংস্কারের একটি টেন্ডারও হয়েছে। কিছু দিনের মধ্যেই সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি জানান।