কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে কবে?

0
550

স্পোর্টস ডেস্কঃ

২০২২ সালের নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ । রোববার লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালের পর থেকেই শুরু হয়ে যাবে কাতার বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও আজ ঘোষণা করে দিয়েছে, কবে থেকে মাঠে গড়াবে পরবর্তী ২০২২ বিশ্বকাপ।

২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে কাতার, তা চূড়ান্তই ছিল। নভেম্বরে শুরু হয়ে শেষ হবে ডিসেম্বরে, এই তথ্যও জানা ছিল। কিন্তু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ নিয়ে ছিল ধোঁয়াশা। আজ চূড়ান্ত হলো, ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। অর্থাৎ ২৮ দিনেই শেষ হয়ে যাবে বহুল আলোচিত কাতার বিশ্বকাপ।

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এ সমালোচনা উড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দেশটি। এর মধ্যে ৮টি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে তারা, যেগুলো সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত হবে! ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই খেলতে পারবেন, সেই নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ।