কাজী তাসফিন হত্যাকান্ডের ঘটনায় খুলনা চেম্বারের তীব্র প্রতিবাদ

0
467
????????????????????????????????????

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ শ্রেনীর সদস্য, মেসার্স কাজি ফেরদৌস হোসেন, ৪৪নং, বয়রা গোয়ালখালী মেইন রোড, খুলনা এর স্বত্ত্বাধিকারী এবং খুলনা সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক কাজী ফেরদৌস হোসেন (তোতা) এর একমাত্র পুত্র কাজী তাসফিন হোসেন (তয়ন) (৩২) গত ২৮ আগস্ট, ২০১৮ তারিখ দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে নিহত হন এবং তার ১৫ দিন পর গত ১১-০৯-২০১৮ তারিখ মঙ্গলবার সকালে নগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মরহুম কাজী তাসফিন হোসেন (তয়ন) বয়রার একটি স্কুলে শিক্ষকতা করতেন। তিনি সদালাপী, মিষ্টভাষী ও সমাজ সেবক ছিলেন। খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক সহ পরিচালনা পরিষদ এ হত্যাকান্ডের ঘটনার তীব্র প্রতিবাদ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ শেখ আসাদুর রহমান, ঠাকুর মোঃ শাহ আলম, গোপী কিষণ মুন্ধড়া, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, এম এ মতিন পান্না, কাজী মাসুদুল ইসলাম, জেড এ মাহামুদ ডন, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ আবুল হাসান, মোঃ বদরুল আলম মার্কিন, মোঃ মোস্তফা কামাল পাশা, ফকির মোঃ সাইফুল ইসলাম, মোঃ সিরাজুল হক, শেখ আল্লামা ইকবাল তুহিন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, খান সাইফুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম ও মোঃ মাহবুব আলম কাজী তাসফিন হোসেন এর এ অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।