কর্মমেয়াদ সফলভাবে সম্পন্নে উপাচার্যকে খুবি স্বাশিপের সংবর্ধনা

0
201

খবর বিজ্ঞপ্তি:
কর্মমেয়াদ সফলভাবে সম্পন্নে খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ইউআরপির লেকচার থিয়েটারে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানকে বিপুলভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাশিপের সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। উপাচার্যের বিভিন্ন গুণাবলী ও বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মকালের উল্লেখযোগ্য দিক এবং স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, মোঃ এনামুল হক হীরা, মামুনর রশীদ, আজহার ইসলাম, কে এম আব্দুল্লাহ আল আমিন রাব্বি, তানিয়া সুলতানা, আবুল বাসার, মাজেদুল ইসলাম মিঠু, শাপলা সিংহ, মনিরুল ইসলাম, হাফিজ আহমেদ, ফজলে রাব্বি, ছোটন দেবনাথ প্রমুখ। সংবর্ধনার জবাবে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আমার স্মৃতিতে চিরকাল জাগরুক থাকবে। বিশ্ববিদ্যালয় থেকে চলে গেলেও এ বিশ্ববিদ্যালয়ের অব্যাহত উন্নয়ন ও শিক্ষা ও গবেষণার সাফল্যের দিকে আমি চেয়ে থাকবো। দূর থেকেও আমি যেন এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও উজ্জ্বল ভাবমূর্তি দেখতে পাই। শিক্ষকদের প্রতি তিনি বলেন শিক্ষকদের সবসময় সত্যের সন্ধানী হতে হবে। তিনি আরও বলেন একটি প্রতিষ্ঠান ও পেশাকে মনে প্রাণে ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার জায়গা। ভিন্নমত থাকতেই পারে তবে তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সবাইকে নিয়ে চলতে পারলেই এ বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাবে। অনুষ্ঠানে সঞ্চলনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যকে স্মৃতিক স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।