করোনা: ১ হাজার ভেন্টিলেটর নিয়ে আমেরিকার পাশে চীন

0
196

খুলনাটাইমস বিদেশ : করোনায় জর্জরিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মাঝে সেখানে ৩ লাখেরও বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়া ভয়ঙ্কর কঠিন হয়ে পড়েছে দেশটির জন্য। এই যখন বাস্তবতা, তখন মানবতার ডাকে সাড়া দিয়ে ঠিকই যুক্তরাষ্ট্রের পাশে গিয়ে দাঁড়িয়েছে চীন। যদিও বাণিজ্যযুদ্ধসহ এ দুই দেশের মধ্যে নানা কারণে বৈরিতা রয়েছে। কিন্তু সে সবকে পাশ কাটিয়ে এবার করোনা কবলিত মার্কিন মুল্লুকে সহায়তা হিসেবে ১ হাজার ভেন্টিলেটর পাঠিয়েছে চীন। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এখন পর্যন্ত মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্কেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। ফলে এ অঙ্গরাজ্যেই ভেন্টিলেটরগুলো পাঠিয়েছে চীন। এরই মাঝে সেগুলো নিউ ইয়র্কে পৌঁছেছে বলে খবরে জানানো হয়। স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রে কুমো জানান, চীনা ধনকুবের জ্যাক মা ও জোসেফ সাই করোনা আক্রান্তদের চিকিৎসায় আমাদের ১ হাজার ভেন্টিলেটর দিয়েছেন। ‘এটি অনেক বড় একটি ব্যাপার। এই সহায়তা আমাদের (মেডিক্যাল সক্ষমতায়) তাৎপর্যপূর্ণ বদল আনবে।’ এদিকে আরেক মার্কিন অঙ্গরাজ্য অরেগনও নিউ ইয়র্ককে ১৪০টি ভেন্টিলটর দিচ্ছে বলে জানান কুমো। এসব সহায়তার জন্য উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, এগুলো আসলে বিস্ময়কর আর অপ্রত্যাশিত।