করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্কার্স পার্টি’র উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ

0
163

খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনাঞ্চলের উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু হয়। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক আচরণে জনগণ হতাশ ও ক্ষুব্ধ। নেতৃবৃন্দ বলেন, এ দুর্যোগ মুহূর্তে কোনোভাবেই স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণ আস্থা রাখতে পারছে না। সে কারণে জনগণকেই স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই তুলে নিতে হবে। নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করা স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ করার কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১:৩০টায় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ ও বেলা সাড়ে ১২ টায় খুলনা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মুরাদ হোসেনের নিকট সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, পার্টির জেলা সম্পাদকমÐলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকমÐলীর সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুর সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাদ্দাম প্রমুখ। ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রেরিত সার্জিক্যাল মাস্ক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেনÑখুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (বিটিসি) ডাঃ মোঃ জিল্লুর রহমান (তরুণ), খুলনা সদর হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু রাশেদ, সিনিয়র কনসালট্যান্ট সার্জারী ডাঃ মোঃ রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাফায়াত প্রমুখ। ওয়ার্কার্স পার্টির সার্জিক্যাল মাস্ক বিতরণ এ কর্মসূচি সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে।