করোনা ভাইরাস আতঙ্কে ভারতে নজরদারিতে ৪৩০ জন

0
370

খুলনাটাইমস বিদেশ: করোনা ভাইরাসের আতঙ্কে ভারতের দিল্লি ও মুম্বাই শহরের কয়েকটি হাসপাতালে অনেক রোগীকে আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কেরালাতে চারশোরও বেশি মানুষকে নিজেদের বাড়িতে নজরদারিতে রাখা হয়েছে। ভারতের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩০ হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে। পশ্চিমবঙ্গে চীন ফেরত এক যাত্রীর শরীরে ভারতে প্রথম করোনা ভাইরাস শনাক্তের কথা জানা গেলেও ভারতীয় কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে ১০৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বেইজিং। আক্রান্ত হয়েছে চার হাজারেরও বেশি মানুষ। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. শওকত আলী জানিয়েছেন, কেরালায় তিনটি শহরের বিভিন্ন হাসপাতালের নির্জন ওয়ার্ডে চিকিৎসাধীন সাত রোগী পর্যবেক্ষণে রয়েছেন। এদের মধ্যে ছয় জনের শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আর বাকি একজনের ফলাফল এখনও হাতে আসেনি। গত ১ জানুয়ারির পর চীন ভ্রমণ করে আসা ব্যক্তিদের জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো লক্ষণ থাকলে কাছের চিকিৎসা কেন্দ্রে হাজির হওয়ার পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া উহানে আটকা পড়া ৩০০ ভারতীয় নাগরিকের মধ্যে ২৫০ জনকে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে দিল্লি।