করোনায় কেহ আতঙ্কিত হবেন না, সরকার আপনাদের পাশেই আছে-ওসি বিপ্লব সাহা

0
593

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় ত্রান বিতরন ও জীবানুনাশক ঔষধ স্প্রের উদ্ধোধন কালে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা ভাইরাসে কেহ ভয় বা আতঙ্কিত হবেন না, সরকার সব সময় আপনাদের পাশেই আছে। রবিবার সকাল ১০টায় দেহাটা প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারন সম্পাদক আর কে বাপ্পার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী,এস আই আবু হানিফ, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ আব্দুর রউপ, গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি ডাঃ শেখ আক্তার হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কোষাধাক্ষ কেএম রেজাউল করিম, সদস্য এস এম নাসির উদ্দীন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পরিচালক প্রশান্ত কুমার বাপ্পী, সদস্য রেজাউল ইসলাম, বাবলু , লিয়াকাত হোসেন প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার ধারন করেছে। এটা মোকাবেলা করা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার বড় চ্যালেঞ্জ। আমরা একটু সচেতন হলেই এ ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। সরকারের আদেশ মেনে অকারনে কেহ বাড়ির বাইরে যাবেন না। আপনারা আপনাদের হাত বার বার সাবান দিয়ে পরিষ্কার করবেন। প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমনি ভাবে সমাজের বৃত্তশালীদের কাছে আমি আহব্বান করবো, এই দুঃসময়ে সরকারের পাশাপাশি কর্মবঞ্চিত অসহয়ায় মানুষের পাশে এসে দাড়াবেন। অনুষ্ঠানে ৬০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী এবং শতাধিক পরিবারের মাঝে সাবান ও মাক্স বিতরন করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পরিবেশের সুরক্ষায় জীবানু নাশক ঔষধ স্প্রে করা হয়।