করোনায় আতংক নয়; সচেতনতার সাথে এর মোকাবেলা করতে হবে : আ’লীগ নেতৃবৃন্দ

0
536

খবর বিজ্ঞপ্তি:
করোনায় আতংক নয়; সচেতনতার সাথে এর মোকাবেলা করতে হবে। মানুষ যেমন স্বাভাবিক জীবন যাপন করছে তেমনি ভাবেই স্বাভাবিক চলাফেরা করবে। তবে সভা সমাবেশ, হাট বাজার, মিছিল সহ বিভিন্ন জমায়েত থেকে নিজেদেরকে এড়িয়ে রাখতে হবে। এসব এলাকা থেকে বাসায় বা অফিসে ফেরার সাথে ভালো ভাবে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শানুযায়ী হ্যাণ্ডসেক বা মোলাকাত করা যাবে না। এটা কোন কঠিন রোগ বা ভাইরাস নয়; একটু সচেতন থাকলেই করোনার ছোবল থেকে নিজে, সমাজ এবং রাষ্ট্রকে রক্ষা করা অত্যন্ত সহজ বিষয়।
নেতৃবৃন্দ আরো বলেন, এক শ্রেণির মানুষ আছে যারা জনমনে আতংক সৃষ্টি করে রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়ীক ফায়দা লুটার অপচেষ্টা করে। তাদের কথায় কেউ কান না দিয়ে নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে সচেতন ভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সকলকে নিয়ে সুস্থ জীবন যাপন করার আহবান জানান। নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক ওয়ার্ডে ইউনিয়নে ঘুরে ঘুরে প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সকলকে সর্তক থেকে মানুষের পাশে গিয়ে দাড়ানোর আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।