করোনার ভয়াবহতার ছোঁয়া লাগেনি শাহপুর নিরিবিলি বাজারে

0
315

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রাণঘাতি করোনা ভাইরাস যখন সারা বিশ্বে মহামারি আকার ধারন করেছে, প্রতিরোধে ব্যর্থ হচ্ছে বিশ্বের শীর্ষ স্থানে থাকা সকল দেশগুলো। তখন করোনার ভয়াবহতার ছোঁয়া লাগেনি উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর নিরিবিলি বাজারে। বাংলাদেশে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মানছেন না তারা। অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। ঘরে থাকুন নিরাপদে থাকুন। নিজে বাঁচুন দেশকে বাঁচান। কিন্তু সরকারে সেই নির্দেশনা হোম কোয়ারেন্টাইন মানছেনা শাহপুর নিরিবিলি বাজার। করোনার ভয়াবহতার ছোঁয়া লাগেনি নিরিবিলি বাজারে।
স্থানীয় সুত্রে জানাযায়, দু’জন নেতার নেতৃত্বে প্রায় প্রতিনিয়ত রাত ১০/১১ টা অবধি চলছে রাজনৈতিক আড্ডা। বাজারের প্রয়োজন শেষে স্থানীয় মানুষ বাড়ী ফিরে যাওয়ার পর আনুমানিক রাত ৮টা থেকে ঐ দু’জন নেতার নেতৃত্বে ২০/২৫ জন মানুষ একত্রিত হয়ে খোশ গল্পে মেতে ওঠে। তাছাড়াও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা দু’একটি চায়ের দোকান খোলা রাখে ।আর ঐ সব চায়ের দোকানে চলে তাদের চা সেবন। প্রান ঘাতি করোনা ভাইরাসের ভয়াবহতার ব্যাপারে তাদের নেই কোন ভ্রæক্ষেপ। তাদেরকে নিষেধ করার মতোও কেউ নেই।
এতে করে স্থানীয় জনসাধারণ যেমন পতিত হচ্ছে ঝুকির মধ্যে, তেমনি ঝুকির সম্মুখীন হচ্ছে দেশ ও জাতি। এ অবস্থায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী ।
এ বিষয়ে স্থানীয় খেশরা ক্যাম্পের ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন এপ্রতিনিধিকে বলেন,জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সন্ধ্যা ৬ টার পরে হাট বাজারের ঔষধের কোন দোকান ছাড়া কোন দোকান খোলা খাকবে না।আড্ডাতো দুরের কথা ,প্রয়োজন ছাড়া ঘর থেকে কাউকে রাস্তায় বের হতে দেওয়া হবে না। যদি সন্ধ্যা ৬টার পরে বিনা প্রয়োজনে বাজারে কেও আড্ডা দেয়, তবে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।