করোনা মোকাবেলায় আরো সচেতন হতে হবে-ওসি বিপ্লব সাহা

0
208

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটায় কোভিড -১৯ (করোনা )এর ২য় ধাপ মোকাবেলায় মাস্ক পরার অভ্যাস ও কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসুচির অংশ হিসাবে সচেতনা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দেবহাটা খানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে মাস্ক পরার অভ্যাস ও কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বিশেষ উদ্ধুদ্ধকরণ কর্মসুচি একটি র‌্যালী থানা চত্বর হতে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেবহাটা বাজারে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, আমরা কোভিড- ১৯’র প্রথম ধাপ মোকাবেলা পরবর্তী দ্বিতীয় ধাপে অবস্থান করছি। প্রথম ধাপে সারা বিশ্বে বহু মানুষ মৃত্যুবরণ করেছে। আপনারা সকলে সচেতন হয়েছিলেন বলে হয়তো সৃষ্টি কর্তার কৃপায় করোনা মোকাবেলা করা অনেক সহজ হয়েছিল। কোভিড -১৯ (করোনা) নির্মূল করতে আমাদের আরো সচেতন হতে হবে। আপনি সচেতন হলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে। সব পরিবার যদি সুরক্ষিত থাকে তাহলে পাড়া,মহল্লা তথা গোটা একালার মানুষ সুরক্ষিত থাকবে। তাই আসুন আমরা সকলে সচেতন হয়ে মাস্ক পরার অভ্যাস করি, বার বার সাবান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিজেকে সুরিক্ষত রাখার পাশাপাশি কোভিটমুক্ত বাংলাদেশ গড়ি। এ সময় তিনি আরো বলেন আপনারা জনসমাগম এড়িয়ে চলেন করোনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ বাস্তবায়নে সহায়ক ভুমিকা রাখেন। আপনারা মাস্ক পরিধানসহ নিজেরা সচেতন না হলে পুলিশ কিন্তু কঠোর হবে। অনুষ্ঠানে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক(তদন্ত) ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলি মোর্তজা মো আনারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। এসময় দেবহাটা থানা পুলিশের সকল কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেবহাটা থানার পক্ষে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বিতরন করেন ওসি বিপ্লব কুমার সাহা।