করোনাভাইরাসে সিরিজ স্থগিত : স্বস্তিতে রুট

0
245

খুলনাটাইমস স্পোর্টস: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে একে একে স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সবগুলো সিরিজ। দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে আসা ইংল্যান্ড দল। আর এমন পরিস্থিতিতে খেলা স্থগিতের সিদ্ধান্ত সঠিক মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। াঝপথে সফর বাতিল হওয়ায় যেন হাফ ছেড়ে বেঁচেছেন রুট। তার মতে, দলের সবারই একই অবস্থা। কারণ দুশ্চিন্তা নিয়ে মাঠে ক্রিকেট খেলা সবার জন্যই কঠিন বলে মনে করেন তিনি। াগামী বৃহস্পতিবার গলে শুরু হওয়ার কথা ছিল দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে গত শুক্রবার সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কা থেকে ক্রিকেটারদের ফিরিয়ে আনার কথাও জানানো হয় বিবৃতিতে। বার্ডের এমন পদক্ষেপে স্বস্তি পাওয়া রুট জানান, সঙ্কটের এই সময় পরিবারের সঙ্গে থাকাই সবচেয়ে বেশি জরুরি। “সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে…ছেলেদের দিকে তাকালেই বোঝা যায় তাদের মন অন্য কোথাও, চিন্তা করছে দেশে থাকা পরিবার নিয়ে। এখন আমরা ফিরতে পারব এবং পরিবারের খেয়াল রাখতে পারব। প্রিয়জনের সঙ্গে থাকাটা ছেলেদের প্রশান্তি দিবে।” বশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে পড়েছে এই ভাইরাসের প্রভাব। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের শীর্ষ প্রতিযোগিতা স্থগিত করেছে।আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। স্থগিত করা হয়েছে দক্ষিণ আফ্রিকা-ভারতের ওয়ানডে সিরিজ। নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও বাকি দুই ওয়ানডে স্থগিত করা হয়েছে।