কমরেড রতন সেন হত্যার ন্যায্য বিচার করতে হবে

0
1068

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ এ দেশে কমরেড রতন সেন হত্যার ন্যায্য বিচার করতে হবে। এদেশে দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি উত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে কমরেড রতন সেন হত্যার বিচার করতে হবে। দেশে এখন লুটপাটের রাজনীতি চলছে। সেই লুটপাটের অর্থ রক্ষার জন্যই এখন লুটপাটের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। ব্যাংকের অর্থ লুট, শেয়ার বাজার লুট, ভূমি লুট, ভোট লুট চলছে। মঙ্গলবার রতন সেন হত্যার ২৬তম বার্ষিকীতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সিপিবি খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাসের সভাপতিত্বে রতন সেন স্মৃতিস্তম্ভের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. এম এম রুহুল আমিন, খুলনা নগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকম-লীর সদস্য এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, কিশোর রায়, অশোক সরকার, সুতপা বেদজ্ঞ, বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত মণ্ডল, তেরখাদা উপজেলা সভাপতি অর্ধেন্দু বিশ্বাস, রূপসা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ। সমাবেশ শেষে কমরেড রতন সেন হত্যার ন্যায্য বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শুরুর পূর্বে সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, কমরেড রতন সেন লাইব্রেরী, উদীচী’র পক্ষ হতে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।