কপিলমুনিতে লবণ পানিতে অর্ধ শতাধিক কৃষকের ২শ’ বিঘার বোরো ক্ষেত ক্ষতিগ্রস্ত

0
157

নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছায় চিংড়ি ঘেরের লবণ পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’শ বিঘা জমির ইরি-বোরো ধান। প্রশাসনের নির্দেশনা অমান্য করে উপজেলার কপিলমুনির শেখের ডাঙ্গা মৌজায় চিংড়ী চাষী আলাউদ্দীন নিজ ঘেরে লবণ পানি উঠালে তা ছড়িয়ে পড়ে পাশের অন্তত দু’শ বিঘার বোরো ক্ষেতের ঐ ক্ষতি সাধন হয়। খবর পেয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
অভিযোগে জানানো হয়, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শেখের ডাঙ্গা মৌজায় রামনগর গ্রামের আঃ মান্নান, হাসান, সিরাজুল, আজহারুল, হায়দার, নুর মোহাম্মদ, কামরুল, হান্নানসহ স্থানীয় অর্ধ শতাধিক কৃষক শেখের ডাঙ্গা মৌজায় প্রায় ৬০/৭০ একর জমিতে বোরো আবাদ করেছেন। উপজেলা প্রশাসনের ঘোষণায় সবুজ স্বপ্নের উপর ভর করে তারা পরিকল্পিত উপায়ে আবাদ করেছেন। বর্তমানে ঐ সকল ক্ষেতে ধান ফুলতে শুরু করেছে। ঠিক সেই মূহুর্তে চিংড়ি ঘেরের লবণ পানিতে ফিকে হয়ে গেছে অর্ধ শতাধিক কৃষকের সবুজ স্বপ্ন। ভুক্তভোগী কৃষকরা জানান, বোরোর ক্ষেতে লবণ পানি ছড়িয়ে পড়ার ব্যাপারে তারা ঘের মালিক আলাউদ্দীন এর কাছে জানালে তার ক্ষমতার দাপটের কাছে তারা নাকি অসহায় হয়ে পড়েছেন। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম মোড়লের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন। এব্যাপারে অসহায় কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করবেন বলেও জানান। এব্যাপারে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তিনি তার উর্দ্ধতন মহলকে জানাবেন।