কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

0
346

টাইমস ডেস্ক : মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ওপর দিয়ে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

যা চলতি মৌসুমে সর্বনিম্ন। এছাড়া আজ দিনাজপুরে ৫ দশমিক ৮, চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৪, শ্রীমঙ্গলে ৭ দশমিক ৮, রংপুরে ৭ দশমিক ৫, ময়মনসিংহে ৮ দশমিক ৯ এবং ঢাকায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো দুই দিন। সপ্তাহের শেষ দিকে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা রোধে ভোরে ৩ ঘণ্টা বন্ধ রাখা হয় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা। এতে সেতুর পূর্ব পাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।