কচুয়ায় পরিবার পরিকল্পনার বরাদ্ধ ব্যয়ে বাধাল ইউনিয়ন এগিয়ে

0
451

বাগেরহাট প্রতিনিধি:
গত অর্থবছরে বাজেট প্রনয়নের সময় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা খাতে বাজেট বরাদ্ধ করেছিল। অর্থবছর শেষে দেখা যায় এ উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ বরাদ্ধকৃত অর্থের দ্বিগুন ব্যায় করে রাস্তা নির্মান করেছে।
বাগেরহাট জেলায় মোট ৭৫ টি ইউনিয়ন। এক বছরের অধিক সময় ধরে এ্যাডভোকেসীর মাধ্যমে পরিবার পরিকল্পনার সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এ জেলার ৬৭টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে। আর ওই উন্নয়ন সংস্থাকে কেন্দ্রিয় ভাবে পৃষ্ঠপোষকতা করছে মেরি স্টপ নামে অপর একটি সংগঠন। সুশীলনের বাগেরহাট জেলা কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম জানান, গত ২০১৮-২০১৯ অর্থ বছরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ৬টি ইউনিয়নে তাদের উন্নয়ন পরিকল্পনায় পরিবার পরিকল্পনা নামে একটি ধারা অর্ন্তভুক্ত করেছে। যার ফলে এ খাতে বরাদ্ধ প্রাপ্তি স্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গত অর্থবছরে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বরাদ্ধ করেছিল ৫০ হাজার টাকা। ধোপাখালী ইউনিয়নে বরাদ্ধ করেছিল ১০ হাজার টাকা। মঘিয়া ইউনিয়ন পরিষদ বরাদ্ধ করেছিল ১ লক্ষ টাকা। বাধাল ইউনিয়ন পরিষদ বরাদ্ধ করেছিল ২৫ হাজার টাকা। গোপালপুর ইউনিয়ন বরাদ্ধ করেছিল ৩ লক্ষ টাকা। রাঢ়িপাড়া ইউনিয়ন পরিষদ বরাদ্ব করেছিল ১০ হাজার টাকা। তাদের মধ্যে ৫ টি ইউনিয়ন পরিষদ গত অর্থবছরে পরিবার পরিকল্পনা খাতে বরাদ্ধকৃত অর্থ আংশিক ব্যায় করেছে। তবে বাধাল ইউনিয়ন পরিষদ এ খাতে বরাদ্ধ কৃত অর্থের দ্বিগুন ব্যায় করেছে। তারা ২৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা ব্যায় করেছে। এ টাকা দিয়ে তারা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে যাতায়াত করার জন্য রাস্তা নির্মান করেছে। এ বিষয়ে বাধাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে উন্নয়নের অগ্রযাত্রায়। এ অগ্রযাত্রায় সামিল হতেই আমরা আমাদের ইউনিয়নের পরিবার কল্যান কেন্দের যাতায়াতের রাস্তা নির্মান করেছি। সার্বিক উন্নয়ন বিবেচনায় পরিবার পরিকল্পনা একটি গুরুত্বপুর্ন খাত।