ওয়াসা’র পানির লাইন স্থাপনে সহযোগীতা কামনা সিটি মেয়রের

0
422

খুলনা মহানগরীর পশ্চিম রূপসা বাস টার্মিণাল সংলগ্ন আইল্যান্ডের মধ্য দিয়ে ওয়াসা পানির লাইন স্থাপন কার্যক্রম শিঘ্রই শুরু করতে যাচ্ছে। রূপসা নদীর তলদেশ থেকে ১৫ ফুট নিচ দিয়ে পাইপ লাইন স্থাপন কাজ প্রায় ৩ মাস চলমান থাকবে।

কার্যক্রম চলকালীন সময়ে পশ্চিম রূপসা বাস টার্মিণাল থেকে যানবাহন চলাচলে বিঘœ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাময়িক অসুবিধার বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য এক সভা বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় সিটি মেয়র ওয়াসা’র পানির লাইন স্থাপনের সময় পশ্চিম রূপসা বাস টার্মিণালের বাস, মিনিবাস ও মাইক্রো মালিক সমিতি, শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, খুলনা ওয়াসা’র ডিএমডি মোঃ কামাল উদ্দিন আহমেদ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস ও মাইক্রো মালিক সমিতির সভাপতি এস এম মোজাফফর রশিদি রেজা, শ্রমিক ইউনিয়ন-রূপসা’র সভাপতি বিএম জাফর, রূপসা কেসিসি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ জাহান আলী, হকার্স ইউনিয়ন-রূপসার সাধারণ সম্পাদক মোঃ খেলাফাত, লেবার হ্যান্ডলিং ইউনিয়ন-রূপসার পরিচালক আল আমিন ফারাজী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি