ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে প্রেসব্রিফিং

0
230

তথ্য বিবরণী:
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ১ লাখ ৫০ হাজার ১৫১ জন শিশুর কন্ঠে বঙ্গবন্ধুর কালজয়ী ৭ই মার্চের ভাষণের (অনুকৃতি) উপস্থাপনা সম্পর্কে এক প্রেসব্রিফিং শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এসময় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। জেলা প্রশাসক জানান, খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর ব্যবস্থাপনায় এক লাখ ৫০ হাজার শিশু বঙ্গবন্ধুর (অনুকৃতি) সমন্বয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনার বয়রাস্থ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ চত্ত¡রে আয়োজিত হবে শিশু বঙ্গবন্ধু সমাবেশ এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন উপস্থাপন (অনুকৃতি) অনুষ্ঠান। বৈশি^ক মহামারী কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জুম ওয়েবিনারের মাধ্যমে কলেজ চত্ত¡রে বেলা ২টায় খুলনা মহানগরী এবং ৯টি উপজেলার ১ হাজার ৫শ’ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিশুরা যুক্ত হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি থেকে অনূন্য একশত জন শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) যুক্ত থাকবে। জেলা প্রশাসক বলেন, মূল অনুষ্ঠানস্থলে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত একশত ৫১ জন শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) এর কন্ঠে এবং একই সাথে সমগ্র জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত এক লাখ ৫০ হাজার জন শিশু বঙ্গবন্ধুর কন্ঠে ধ্বনিত হবে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ। মূল অনুষ্ঠানস্থলে একশত ৫১ জন শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) অংশগ্রহণের ব্যাখ্যাটি হলো: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১০০জন, সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে ৫০ জন, বাঙ্গালির একমাত্র অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে নির্দেশক হলো এক। এ অনুষ্ঠানে জুম ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বয়রাস্থ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ চত্ত¡রে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অতিথিগণ উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে যুক্ত হবেন খুলনার স্থানীয় সংসদ সদস্যগণ। প্রেসব্রিফিং এ খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কেএমপি’র এডিসি সোনালী সেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, এডিসি (রাজস্ব) জিয়াউর রহমান, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যাসহ খুলনায় কর্মরত ইলেক্ট্রেনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।