ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

0
560

বিজ্ঞপ্তি : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৭ ই এপ্রিল অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করে।
এরই পরিপ্রক্ষিতে গোপালগন্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদসহ সকল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এরপর তারা সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।


এসময় উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল হালিম,সহ-সভাপতি সোলায়মান বিশ্বাস,শেখ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক শেখ আবুল বশার খায়ের,যুগ্ন সম্পাদক শেখ সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা,বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।।