এ্যাওসেড‘র উদ্যোগে রূপসায় বিশ্ব পানি দিবস উদযাপন

0
529

২২ মার্চ বিশ্ব পানি দিবস। এ্যাওসেড‘র উদ্যোগে জিআইজেড এর সহায়তার দুই দিন ব্যপী ‘বিশ্ব পানি দিবস ২০১৮’ উদযাপনের দ্বিতীয় দিন ২২ মার্চ সকাল ৯ টায় রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রূপসা উপজেলার টি এস বাহিরদিয়া ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও টিএস বাহিরদিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে আলোচনা সভার অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব শাহ আলম মাতুব্বর বীর মুক্তিযোদ্ধা জনাব মাহাবুবুর রহমান, রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহিনা আক্তার লিপি, রূপসা মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: বাকের হোসেন, নারকেলী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যমল কুমার দাশ, দক্ষিন খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: খুরশিদা খানম, শিক্ষানুরাগী মো: হাই সরদার সরদার। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন পানি অধিকার কমিটি খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির ববি। সভাটি সঞ্চালনা করেন এ্যাওসেড‘র সহকারী সমন্বয়কারী হেলেন খাতুন।
পানির উপর সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে অলোচনা সভায় বক্তারা জোরালো দাবী জানান। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পানি ব্যবস্থাপনা গড়ে তোলার আহŸান জানান। এ বিষয়ে সরকারসহ বিভিন্ন এনজিও ও দাতা প্রতিষ্ঠাানের উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি