এসএসসি পরীক্ষার্থীদের মাঝে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

0
519

ওবায়দুর কবির (সম্রাট):কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয় চত্বরে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান।

বিতরণ করা শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ফাইল, কাঠ পেন্সিল, কলম, ছোট ব্যাগ, ইরেজার, কাটার ও স্কেল। শিক্ষা উপকরণ হাতে পেয়ে পরীক্ষার্থীদের মাঝে অনেকটা আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শিক্ষা উপকরণ বিতরণকালে সংগঠনের সভাপতি মো. আবু সাঈদ খান এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় ভাল ফলাফল সবারই কাম্য। তোমরা ভালো ফলাফল অর্জন করবে। তোমাদের পড়াশুনা করে ভালো মানুষ হয়ে দেশের মঙ্গল বয়ে আনতে হবে। তোমাদের মধ্যে মানবিকতাকে জাগ্রত করতে হবে। সামাজিক মূল্যবোধ তৈরি করতে হবে। ভালো মানুষ হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সালাম খান, হরিদাশ মন্ডল, দিদারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মো. আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য জেনারুল ইসলাম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিএম মামুন কবির, সঞ্জয় কুমার মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, আসাদুল ইসলাম, তাজমুল হোসেন, রিয়াজ হোসেন, শাহিনুর, হাসিবুল ইসলাম বাপ্পি, মিরাজুল, আহকামুল খোকন, মনিরুল, প্রশান্ত, আফজাল, মোজাহিদুল, শামীম, মান্নান খান, মোঃ আবু রায়হান খান, হাসান, শরিফুল, তানিয়া পারভীন, শারমিন সুলতানা, সাকাত খান, সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।