এরদোয়ানের কাছের দুই শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত

0
162

টাইমস বিদেশ :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন শনিবার বলেছেন, তার মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি এজন্য চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে অসুস্থ্য তা জানাননি। এর কয়েক ঘণ্টা পরেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেন, ‘গত সোমবার অসুস্থ্যবোধ করার পর তিনি, তার স্ত্রী ও মেয়ের সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘আমরা এখন কিছুটা ভালো বোধ করছি।’ আল-জাজিরার প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে নিয়মিত যাতায়াত রয়েছে এই দুই শীর্ষ কর্মকর্তার। এদিকে তুরস্কের স্বাস্থ্য্যমন্ত্রী ফাহেরেটিন কোকা শনিবার বলেছেন, তুরস্কে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৫ হজার ৩৬৭ জন।