এবার কি তাহলে বাতিল হচ্ছে উইম্বলডন?

0
203

খুলনাটাইমস স্পোর্টস: করোনাভাইরাস মহামারির মাঝেও বিতর্ক সৃষ্টি করে পেছানো হয়েছে ফ্রেঞ্চ ওপেন। তবে উইম্বলডনের বেলায় তেমন কিছু হচ্ছে না। এই সপ্তাহে ইভেন্টটি বাতিল করার ঘোষণা আসতে যাচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছেন, জার্মানির টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ডার্ক হোর্ডোর্ফ। সূচি অনুযায়ী ২৯ জুন শুরু হওয়ার কথা ছিল উইম্বলডন। হোর্ডোর্ফ ফরাসি ক্রীড়া দৈনিক এল ইকুইপকে বলেছেন, ‘এটা কোন গুজব নয়। ওরা উইম্বলডন বাতিল করার সিদ্ধান্তটা খুব দ্রুতই জানাবে।’ ফ্রেঞ্চ ওপেন বাকিদের সঙ্গে আলোচনা না করেই ইভেন্টটি পিছিয়েছে। ফলে ইউএস ওপেন শেষ হওয়ার মাস খানেক পর শুরু হবে এই ইভেন্ট। যে কারণে সমালোচনা হচ্ছে খুব। মে মাসের বদলে নতুন সূচিতে হওয়ার কথা ২০ সেপ্টেম্বর। অবশ্য জার্মান এই কর্তা উইম্বলডনের বেলায় যে এমনটা ভাবা যাবে না, তার একটা যৌক্তিক কারণ তুলে ধরেছেন, ‘আপনি চাইলেই ফ্রেঞ্চ ওপেন সেপ্টেম্বর অথবা অক্টোবরে করতে পারেন। কিন্তু উইম্বলডন নয়। তখন ঘাসগুলো ভেজা থাকবে।’