এপিএস ডিগ্রী কলেজ শিক্ষক আমজাদ হোসেন আর নেই

0
492

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) থেকে:
হাজার হাজার মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন অতি পরিচিত মানুষ আশাশুনি উপজেলার প্রতাপনগর এ.পি.এস ডিগ্রী মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা কল্যাণপুর গ্রামের শিক্ষাগুরু আলঃ মাষ্টার আমজাদ হোসেন ঢালী (৭৮)। শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ হৃদ ক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন) মৃত্যুকালে তিনি ২ পুত্র ১কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল ৩টায়  কল্যাণপুর পূর্বপাড়া ঢালীবাড়ী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পান্ন করা হয়। নামাজে জানাজায় বক্তব্য রাখেন কুড়িকাহুনিয় দাখিল মাদ্রাসার সহসুপার মাওঃ জুলফিক্কার আলী,প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহ,মদিনাতুল উলুম সিনিয়ার মাদ্রাসার প্রভাষক মুনজুরুল হক তরফদার, আশাশুনি উপজেলা প্রক্তান্ত ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, প্রতাপনগর প্রক্তান চেয়ারম্যান আলঃ আবু দাউদ ঢালী ও প্রক্তান চেয়াম্যান আলঃ মাওঃ আব্দুল মান্নান,এপিএস ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান,প্রতাপনগর সিনিয়ার মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামান, পাতাখালী সিনিয়ার মাদ্রাসার প্রভাষক মাওঃ আনওয়ারুল ইসলাম, মরহুমের জামাতা অন্তবুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মাদ। নামাজে জানাযায় ইমামতি করেন মাওঃ খলিলুর রহমান।