এনামুলকে ‘সাজঘরের পথ’ দেখিয়ে শাস্তি পেলেন ক্যারিবীয় পেসার

0
380

স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ওপেনার এনামুল হককে আউট করে সাজঘরে ফেরার পথ দেখানোয় শাস্তি পেয়েছেন আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে তিরস্কার করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও জুটেছে তার কপালে।

গায়ানায় ঘটনাটা ছিল বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে। প্রথম ওভারে জোসেফকে একটি চার, দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারকে একটি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছিলেন এনামুল। পরের ওভারের তৃতীয় বলে ডানহাতি ওপেনারকে বোল্ড করেই সাজঘরে ফিরে যাওয়ার পথ দেখান জোসেফ।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জোসেফ আইসিসির আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন। ম্যাচ শেষে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের দোষ স্বীকার করে নেন জোসেফ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে ৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শনিবার সেন্ট কিটসে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।