এনইউবিটি খুলনা-র ১১তম সিন্ডিকেটসভা অনুষ্ঠিত

0
26

খবর বিজ্ঞপ্তি
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা-র ১১তম সিন্ডিকেটসভা ২ জুন ২০২৪ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব জহিরুল ইসলাম সহ সিন্ডিকেটের অন্যান্য সম্মানীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষনা কার্যক্রম এবং স্থায়ী ক্যাম্পাসের চলমান নির্মান কাজের বিষয়ে সম্মানীত সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সভায় একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here