এক সপ্তাহে শ্রমিকদের ৬ লাখ ব্যাংক হিসাব

0
313

খুলনাটাইমস অর্থনীতি : করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিপর্যয়ের মুখে পড়া রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে সরকার পাঁচ হাজার কোটি টাকার আর্থিক প্রণোদনা তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে বেতন-ভাতা দিতে পোশাক কারখানার শ্রমিকদের কোনো চার্জ ছাড়া ২০ এপ্রিলের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব খুলতে সম্প্রতি এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এমএফএস প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এ সার্কুলারে কারখানার মালিক-শ্রমিকসহ সব পক্ষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এ হিসাব খুলতে বলা হয়। আগামী ৩০ এপ্রিলকে সামনে রেখে শ্রমিক-কর্মচারীদের মোবাইল ব্যাংকিং হিসাব খোলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে। পোশাক কারখানার অনেক শ্রমিকরা অবশ্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন-ভাতা পেয়ে থাকেন। যাদের অ্যাকাউন্ট নেই তাদেরও বেতন-ভাতা দিতেই নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে। বিজিএমইএ বলছে, এক সপ্তাহে ছয় লাখের বেশি হিসাব খোলা হয়েছে। আশা করা যায়, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই সব কারখানা শ্রমিকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব শেষ হবে। গত ৬ এপ্রিল থেকে মোবাইল ব্যাংকিং নগদে হিসাব খোলা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৮৫ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। রকেট থেকে হিসাব খোলা শুরু হয় ৪ এপ্রিল থেকে।এখন পর্যম্ত রকেটের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে।
সবচেয়ে বেশি হিসাব খোলা হয়েছে বিকাশের মাধ্যমে। গত ৪ এপ্রিল থেকে অ্যাকাউন্ট খোলা শুরু হয় বিকাশের মাধ্যমে। এখন পর্যন্ত নতুন ৩ লাখ ৬০ হাজার নতুন হিসাব খোলা হয়েছে। সরকারের ঘোষিত প্রণোদনা তহবিলের নীতিমালায় বলা হয়েছে, যেসব কারখানা নিয়মিত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করছেন তারাই ঘোষিত তহবিলের অর্থ পাবেন।