একসঙ্গে গাইলেন আসিফ-নোবেল

0
240

খুলনাটাইমস বিনোদন: খালি গলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর গাইছেনÑ‘তুমি চলে গেছো অনেক দূরে/ এই মনের আঙিনা ছেড়ে/ এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে/ শুনি তোমার পায়ের আওয়াজ’। অন্যদিকে আসিফের মুখোমুখি বসে গিটার বাজাচ্ছেন ‘সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলান তিনিও। নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতেই এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে নোবেল লিখেছেনÑ‘স্বপ্ন সত্যি হলো’। এরপর গুঞ্জন চাউর হয়, তবে কি আসিফ আকবরের সঙ্গে কোনো কাজ করতে যাচ্ছেন নোবেল! এ বিষয়ে নোবেলের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। নোবেলের গাওয়া ‘ও শ্রাবণ’ গানটি স¤প্রতি মুক্তি পেয়েছে। এ গানের রচয়িতা সুবেহ সপু। এ গীতিকার বলেনÑকয়েকদিন আগে আসিফ ভাইয়ের বাসায় গিয়েছিলেন নোবেল। সেখানে আড্ডা দিয়েছেন গান গেয়েছেন। সঙ্গে নোবেলের স্ত্রীও ছিলেন। মূলত সৌজন্য সাক্ষাতের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের ‘এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে’ গানটি কাভার করেন নোবেল। এটি তার নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এর আগে ‘তামাশা’ শিরোনামে একটি গান মুক্তি পেয়েছে নোবেলের। এতে মডেল হয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। এ গানের প্রচারের জন্য নেতিবাচক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন এই গায়ক। যদিও মুক্তির পর শ্রোতাদের মন জয় করতে পারেনি এটি।