একদিনে রাশিয়ায় দুইশ পুতিনবিরোধী রাজনীতিক আটক

0
175

টাইমস বিদেশ: মস্কোর একটি সম্মেলন থেকে শনিবার প্রায় ২০০ রাজনীতিক ও পৌর প্রতিনিধিকে গ্রেফতার করেছে পুতিন সরকারের পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্রেমলিন সমালোচকদের ওপর রুশ কর্তৃপক্ষের ধরপাকড় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে একদিনেই এতজনকে গ্রেফতার করা হলো। মস্কোর স্থানীয় পৌর অফিসে বিরোধীদলীয় একটি সম্মেলন চলছিল। সেখানেই পুলিশ অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করে। এর আগে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সাই নাভালনিকে আড়াই বছরের কারাদÐ দেওয়া হয়। এ ছাড়া দেশজুড়ে আটক করা হয় সরকারবিরোধী ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় রাশিয়ার পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করতে ৫০টির বেশি এলাকা থেকে বিরোধীদলীয় রাজনীতিক এবং পৌর প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছিলেন। ক্রেমলিনের সুপরিচিত সমালোচক মিখাইল খোদোরকোভস্কি সমর্থিত একটি সংগঠন এটি আয়োজন করেছিল। সম্মেলন শুরুর ৪০ মিনিট পরই পুলিশ এসে সেখানে হানা দেয়। পÐ করে দেয় অনুষ্ঠান। সেই সঙ্গে গণহারে অংশগ্রহণকারীদের আটক করে। ঘটনার পর টুইটারে এক পোস্টে খোদোরকোভস্কি গ্রেফতারের এই ঘটনাকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন। রাশিয়ায় পুলিশ নিয়মিতভাবেই বিরোধীদের বিক্ষোভ দমন করে থাকে। তবে রাজধানী মস্কোয় কোনও সম্মেলনে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক পৌর প্রতিনিধিকে আটকের এই রকমের ঘটনা নজিরবিহীন।