একটানা উড়বে ১৮ ঘণ্টার বেশি, চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম ফাইট

0
197

টাইমস বিদেশ :
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফাইটের যাত্রা শুরু করতে যা”েছ সিঙ্গাপুর এয়ারলাইন্স। আগামী ৯ নভেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই এয়ারলাইন্সের ফাইট। সিঙ্গাপুর থেকে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের দূরত্ব ৯ হাজার ৫৩৭ মাইল। আর সেখানে পৌঁছাতে এই ফাইটের সময় লাগবে ১৮ ঘণ্টা ৫ মিনিট। ইতিহাসের সাক্ষী হতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই ফাইটের টিকিট বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। যাত্রা শুরুর আগে যাত্রীরা রাতের খাবার সিঙ্গাপুরে করবেন। তারা সকালের নাস্তা করবেন সাইবেরিয়াতে, দুপুরের খাবার গ্রিনল্যান্ডে এবং জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে পৌঁছানোর আগে আরেকবার নাস্তা সেরে নেবেন। সিঙ্গাপুর থেকে সরাসরি কম্বোডিয়া পার হয়ে, চীনের চেংড়ু শহরের উপর দিয়ে এবং মঙ্গোলিয়া ও সাইবেরিয়ার মাঝ দিয়ে উড়ে আর্কটিকে পৌঁছাবে ফাইটটি। যাত্রাবিরতি দিয়ে এরপর গ্রিনল্যান্ড ও বাফিন দ্বীপের ইকালুইট পার হবে। দীর্ঘ যাত্রার ফাইটের গতিপথ পরিবর্তনের জন্য এই রুটে এই বিমানবন্দরগুলো ব্যবহার করা হয়। এয়ারবাস এ৩৫০-৯০০ সিঙ্গাপুর থেকে সপ্তাহে তিন দিন সকালে যাত্রা শুরু করবে। এটি পৌঁছাবে পরদিন ¯’ানীয় সময় সকাল সাড়ে ৭টায়। তবে ফিরতি ফাইট পৌঁছাতে বাতাসের কারণে ৩৫ মিনিট বেশি সময় নেবে। আন্তর্জাতিক ডেট লাইন বলছে, নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর আসা যাত্রীরা এই ফাইটে ভ্রমণের জন্য একদিন হারাবে। কারণ, জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে যদি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে, তাহলে বুধবার সকাল ৬টা ১০ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে। এই ফাইটে ৪২টি বিজনেস, ২৪টি প্রিমিয়ার ইকোনমি এবং ১৮৭টি ইকোনমি কাসের সিট থাকবে। ওয়ান-ওয়ে ইকোনমি কাসের টিকিটের মূল্য ১ হাজার পাউন্ড, প্রিমিয়াম ইকোনমি কাসের জন্য এর সঙ্গে আরও ৬৭ শতাংশ বেশি খরচ করতে হবে। আর বিজনেস কাসের টিকিটের মূল্য ৩ হাজার ১৯৫ ইউরো। এর আগে ২০১৮ সালে একটি বিরতিহীন বাণিজ্যিক ফাইট ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে পৌঁছায়।সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ফাইটটির নিউইয়র্ক পৌঁছাতে সময় লাগে ১৭ ঘণ্টা ৫২ মিনিট। এতে দেড়শো জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিল।