একজন গর্বিত পিতার গল্প

0
639

আমিন উল আহসান:

শেখ জালাল উদ্দীন। একজন গর্বিত পিতা। প্রজাতন্ত্রের একজন দক্ষ কর্মচারী। তিন সন্তানের জনক। নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। করেছেন ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত।

জালাল উদ্দীনের এক ছেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে পড়াশুনা শেষ করেছেন, একমাত্র মেয়ে পড়াশুনা করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে আর বড় ছেলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদে।

জালাল উদ্দীন দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনায় একজন প্রসেস সার্ভার হিসেবে কর্মরত আছেন। সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে জালাল উদ্দীনের আপ্রাণ চেষ্টা। সেই চেষ্টায় জেলা প্রশাসক খুলনা সব সময়ের মতো তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

গর্বিত পিতা জালাল উদ্দীনের গৌরবে গৌরবান্বিত খুলনা জেলা প্রশাসন পরিবার। (লেখক: মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক, খুলনা।)