উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপে আ.লীগের একক প্রার্থী গৌরপদ বাছাড়

0
1260

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে দলের একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দ্দেশনা মোতাবেক দলীয় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষে রোববার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সকলস্তরের দলীয় নেতাকর্মীসহ চালনা পৌরসভা ও নয়টি ইউনিয়নের সভাপতি/ সম্পাদক এবং সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক ও তৃণমূল দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী গৌরপদ বাছাড়কে সমর্থন করেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি গৌরপদ বাছাড়ের নাম ঘোষনা করা হলে উপস্থিত শতভাগ তৃণমূল দলীয় নেতাকর্মীরা দাড়িয়ে হাত তুলে সমর্থন দিলে তখন তিনি আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মুনসুর আলী খান, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সমরেশ ঘরামী, দীপংকর রায়, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মণ্ডল, সত্যেন্দ্র নাথ রায়, অশোক সাহা, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সহসভাপতি শেখ ফরিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পঞ্চানন মণ্ডল, মিহির মণ্ডল, সরোজিত রায়, আ’লীগ নেতা এবিএম রুহুল আমীন, অধ্যাপক দুলাল রায়, মানস মুকুল রায়, দেবব্রত বিশ্বাস, গাজী আব্দুর রহিম, মহিত লাল মাঝি, সমর বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, গাজী রবিউল ইসলাম, সুভাষ চন্দ্র বিশ্বাস, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদ সদস্য কেএম কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, সুদেব রায়, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ গোলাম হোসেন, সাধারণ সম্পাদক কমলেশ গোলদার, নয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকবৃন্দ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম রেজা, যুবলীগ নেতা রতন কুমার মণ্ডল, ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার আজগর হোসেন বাপ্পি, রাসেল কাজী, রাহুল রায়সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকবৃন্দ।