উপকূল উন্নয়ন ছাড়া দেশের সাবলম্বী অর্জন সম্ভব নয়ঃ উবা খুলনা

0
542

নিজস্ব প্রতিবেদক, খুলনা টাইমস:
১৯৭০ সালের ঘূর্নিঝড়ে নিহতদের স্মরনে ও উপকূল দিবসের দাবিতে রবিবার সন্ধ্যা ছয়টায় পাচ নম্বর লঞ্চঘাটে উপকূল বাচাও আন্দোলনের উদ্দ্যেগে মোমবাতি প্রজ্জলন করা হয়। উপকূল বাচাও আন্দোলনের সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও এম মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিডিপি খুলনা শাখার সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব।
এই সময় প্রধান অতিথি তার বক্তব্যতে বলেন দেশের এক বৃহৎ অংশ উপকূল। সুতরং দেশের স্বাবলম্বী অর্জনে এই উপকূল উন্নয়ন ছাড়া অসম্ভব। সম্ভবনাময় এত বড় একটি অংশ তারপর ও আমরা সবসময় অবহেলিত ও ধিকার বঞ্চিত। তিনি সরকারের নিকট আহবান জানিয়ে বলেন উপকুলের উন্নয়নের স্বার্থে বছরের একটি দিন হলেও উপকূল দিবসের স¦ীকৃতি দেয়া হোক।
সভাপতি তার বক্তব্যে বলেন উপকুল বাসী চরম অবহেলার স্বীকার। সমস্ত উপকুল নিরাপত্বা বেষ্টনির বাইরে। সামান্য ঘুর্নিঝড় হলেই লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে। তিনি এসময় আরো উপস্তিত ছিলেন খাইরুজ্জামান মন্টু, তানভীর হোসেন তনু, মোঃ ফরিদ হোসেন, শরিফুল ইসলাম জুয়েল, নাজমুস সাকিব, মোঃ রাকিব, নাকিবুল ইসলাম প্রমুখ।