উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনা’র মেয়র প্রার্থীকে বিজয়ী করতে হবে : কামাল

0
377

বিজ্ঞপ্তি: কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এই দলের প্রধান দেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তনসহ সার্বিক উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নিজস্ব কোন ব্যাংক একাউন্ট নেই; তাঁর ব্যাংক একাউন্ট এদেশের ১৬ কোটি মানুষ। এদেশের মানুষ ভালো থাকলে শেখ হাসিনা ভালো থাকে এদেশের মানুষ খারাপ থাকলে শেখ হাসিনা দু:শ্চিন্তায় থাকেন। তিনি সব সময়ই ১৬ কোটি মানুষকে নিয়ে ভাবেন। সেকারনেই তিনি বাংলাদেশের মানবসম্পদ থেকে শুরু করে কৃষি, শিল্প, বিদ্যুৎ, শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন। তিনি বেকার সমস্যা সমাধানের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান করতে শিল্পোদ্যক্তাদের উৎসাহিত করেছেন। এই উন্নয়নের ধারাকে অব্যহত ও টিকিয়ে রাখতে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র মনোনীত মেয়র প্রার্থীকে খুলনা সিটি কর্পোরেশনে বিজয়ী করতে হবে। সেকারনেই সকল অপপ্রচারকে পেছনে রেখে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে খুলনার উন্নয়নে তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
রবিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা যুব মহিলা লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নয়মী বিশ্বাস সাথীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সুলাতানা রহমান শিল্পী, শফিকুর রহমান পলাশ, এস এম হাফিজুর রহমান, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. জেসমিন পারভীন জলি, এ্রাড. হালিমা খাতুন শিউলী, মমতাজ শিরিন ময়না, ফাতেমা বেগম মিতা, ফারজানা সেতু, নাজনীন নাহার বিউটি, সারমিন সুলতানা রুনা, জেসমিন কাকলী নাহার, আকলিমা খাতুন তুলি, নাসির ইসলাম তন্দ্রা, আখতারুন নেছা তিতাস, দিপ্তী বিশ্বাস, রেখা খানম, রাবেয়া ইতি মরিয়ম বেগম পাখি, নাজমা খাতুন, আফরোজা বেগম, শারমিন আক্তার, নুরনাহার পান্না, লুবনা কবির, সুখি বেগম, রেশমা শেখ, সুখি বেগম, নাজমা আক্তার, তামান্না ইয়াসমিন, ফাতেমা বেগমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।