ঈদে খুলনা-ঢাকা অতিরিক্ত রেল সার্ভিস না দেওয়ায় ক্ষোভ : স্মারকলিপি পেশ

0
434

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খুলনার জনগনের যাতায়াতের সুবিধার্থে খুলনা-ঢাকা রুটে স্পেশাল ট্রেন ছাড়ার দাবীতে সোমবার সম্মিলিত নাগরিক সমাজ, খুলনার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, খুলনার জনগনের সহজভাবে যাতায়াতের সুবিধার্থে প্রতি ঈদে খুলনা থেকে অতিরিক্ত রেল সুবিধা দেওয়া হয়ে থাকে। এতে খুলনার জনগণ সহজভাবে প্রতি ঈদে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে সহজ হয়। কিন্তু আসন্ন ঈদে এখনো পর্যন্ত খুলনা থেকে ছেড়ে যাওয়ার জন্য কোন স্পেপাল ট্রেনের ব্যবস্থা করা হয়নি। এতে খুলনার জনগন ক্ষোভ প্রকাশ করেছেন। অতিরিক্ত ট্রেন সুবিধা না থাকলে খুলনার জনগনের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে আসবে। সেকারনে খুলনার সকল শ্রেণীর পেশার মানুষের দাবীর প্রেক্ষিতে খুলনার জনগনের যাতায়াতে দুর্ভোগের কথা চি›তা করে আসন্ন ঈদ উল ফেতর উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেন সুবিধা যাতে দেওয়া হয় সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত নাগরিক সমাজ, খুলনার আহবায়ক এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী, মোঃ শাহাদাৎ হোসেন, এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, সামছুদ্দিন আহমেদ, নিজারুল আলম জুয়েল, মাকসুদুল হুদা, সমীর কৃঞ্চ হীরা, সদস্য সচিব এম এম আজাহার আলী, এ্যাডঃ জহিরুল ইসলাম পলাশ, ইসতিয়াক আহমেদ প্রমুখ।
দ্রæত এ রুটে অতিরিক্ত রেল চালু করার আহŸান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। বিবৃতি দিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আজাদুল হক, মহাসচিব শেখ আশরাফ উজ জামানসহ আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, আলহাজ্ব শেখ আব্দুল মান্নান, আলহাজ্ব এস এম দাউদ আলী, এ্যাড এস এম মঞ্জুর-উল-আলম, মো: নিজামউর রহমান লালু, শাহিন জামাল পন, মো: ফজলুর রহমান, এ্যাড. শেখ আবুল কাশেম, অধ্যাপক মো: আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মনিরুজ্জামান রহিম, মো: মিজানুর রহমান বাবু, মিনা আজিজুর রহমান, আফজাল হোসেন রাজু প্রমুখ।