ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একিভূত শিক্ষা বিষয়ক সভা

0
408

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ সদস্যদের সাথে একিভূত শিক্ষা ও প্রতিবন্ধী শিশুর অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বে-সরকারি সংস্থা নারীকন্ঠ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ডিআরআরএ’র সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নির্মল কুমার মন্ডল, কেএম রেজাউল করিম, পিটিএ কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সদস্য ইয়াসিন আলী, সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, আক্তার রেজা বাবুল, আফসানা মমতাজ, শাহিনা আক্তার, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার মুজিবর রহমান ও সুবর্না খাতুনসহ ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটির সদস্যরা। এসময় প্রতিবন্ধী শিশুদের অধিকার ও শিক্ষা প্রতিষ্ঠানে তাদের আলাদা নজর দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।