ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: পম্পওকে ইরাকি প্রধানমন্ত্রী

0
226

খুলনাটাইমস বিদেশ: ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি তার দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার টেলিফোন আলাপে ইরাকি প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। টেলিফোন আলাপে তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর ব্যাপারে আমেরিকাকে পদক্ষেপ নিয়ে নিতে বলেন। এছাড়া, রোববার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর যে রকেট হামলা হয়েছে তারও নিন্দা জানান আদিল আবদুল মাহদি। টেলিফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার দেশের দূতাবাসের ওপর দফায় দফায় রকেট হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মার্কিন স্থাপনায় হামলা প্রতিহত করার মধ্যদিয়ে ইরাককে তার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। রোববারের হামলায় অন্তত এক ব্যক্তি আহত হয়েছে। চলতি মাসে এটি ছিল মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে তৃতীয় দফা রকেট হামলা। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসহ প্রতিরোধকামী সংগঠনগুলো হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ব্যাপারে আমেরিকার ওপর ব্যাপক চাপ রয়েছে। চলতি মাসের প্রথমদিকে ইরাকের জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস হয়েছে যাতে বলা হয়- ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কার ব্যাপারে বাগদাদ সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে ইরাকের বর্তমান সরকার অভ্যন্তরীণভাবে চাপের মুখে রয়েছে। একই রকম চাপের মুখে রয়েছে মার্কিন সরকার।