ইমাজিনেশনের সঙ্গে আবারও হাত মেলালো অ্যাপল

0
376

খুলনাটাইমস আইটি: ব্রিটিশ চিপ ডিজাইনার ইমাজিনেশন টেকনোলজিসের সঙ্গে আবারও কাজ শুরু করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। দুই প্রতিষ্ঠানের এর আগের অংশীদারিত্বটির ইতি টানা হয়েছিল ২০১৭ সালে। বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে ইমাজিনেশন টেকনোলজিস জানিয়েছে, “নতুন ‘মাল্টি-ইয়ার’ অনুমোদন চুক্তির বদৌলতে ও লাইসেন্স ফি’র বিনিময়ে বড় পরিসরে ইমাজিনেশনের মেধা সম্পদ ব্যবহার করতে পারবে অ্যাপল।” সেমিকন্ডাক্টর নির্মাতা এ প্রতিষ্ঠানটি অ্যাপলের আইফোন ও আইপ্যাডের জন্য জিপিইউ বা গ্রাফিক্স চিপের নকশা তৈরি করে দিত। — খবর সিএনবিসি’র। পরে ২০১৭ সালে নিজস্ব সক্ষমতা বাড়ানোর কারণ দেখিয়ে ইমাজিনেশনের কাছ থেকে নকশা নেওয়া বন্ধ করেছিল অ্যাপল। আদৌ অ্যাপল নিজেদের সক্ষমতা বাড়াতে পেরেছিল কিনা তা এখনও অজানা। ইমাজিনেশনের সঙ্গে অ্যাপলের সম্পর্কচ্ছেদের বিষয়টি সে সময় আলোচিত হয়েছিল। ওই ঘটনায় ইমাজিনেশনের শেয়ার মূল্য কমেছিল ৭১ শতাংশ। পরে পুরো প্রতিষ্ঠানটির মালিকানা চলে গিয়েছিল ক্যানিয়ন ব্রিজ ক্যাপিটাল পার্টনারসের হাতে। পুরো বিষয়টি নিয়ে জল ঘোলাও কম হয়নি। তবে, নতুন অনুমোদন চুক্তির বদৌলতে ইমাজিনেশন টেকনোলজিসের ঠিক কোন ধরনের মেধাস্বত্ত্বে অ্যাপল প্রবেশাধিকার পাবে, তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, এ বছরের শেষে ৫জি ফোন নিয়ে হাজির হতে পারে অ্যাপল।